পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে আজিমুশশান মাহফিল
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আওলাদে রসূল পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ্ (মা.জি.আ) কর্তৃক নির্দেশনা-
“আল্লাহ কারে কে হার ঘার সে মুস্তফা
জানে রহমত কী সাদায়ে হো”
আলহামদুলিল্লাহ!
গত ৩০শে অক্টোবর, ২০২৩ইং, রোজ সোমবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, শ্যামলী আবাসিক এলাকা ইউনিট এর ব্যবস্থাপনায় প্রায় ১৫০ জন মা-বোন নিয়ে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে এক আজিমুশশান মাহফিল সুসম্পন্ন হয়।
উক্ত মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর কেন্দ্রীয় কর্মকর্তা ,থানা ও ওয়ার্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
পবিত্র কুরআন হতে তিলাওয়াত, না’তে মুস্তফা ﷺ, মানকাবাত শানে শাহেন শাহে বাগদাদ হুজুর গাউসে পাক রা’, নবী করীম (ﷺ)এর বেলাদত মুবারক ,পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) পালন করার গুরুত্ব ও ফযীলত এবং পীরানে পীর দস্তগীর ,হুযুর গাউসে পাক সায়্যিদুনা হযরত আব্দুল ক্বাদির জিলানী(রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) এর গাউসিয়াতের শান সম্পর্কে সারগর্ভ আলোচনার মাধ্যমে আজিমুশশান মাহফিল পরিচালিত হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা আমাদেরকে সর্বদা মাশায়েখে কিরামের নির্দেশনা মোতাবেক আমল করার তাওফিক দান করুন এবং সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন। বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন (ﷺ)।
তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা,শ্যামলী আবাসিক এলাকা ইউনিট,৭নং ওয়ার্ড,পাঁচলাইশ থানা,চট্টগ্রাম মহানগর।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।