পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে আজিমুশশান মাহফিল
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আওলাদে রসূল পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ্ (মা.জি.আ) কর্তৃক নির্দেশনা-
“আল্লাহ কারে কে হার ঘার সে মুস্তফা
জানে রহমত কী সাদায়ে হো”
আলহামদুলিল্লাহ!



গত ২৯শে অক্টোবর, ২০২৩ইং, রোজ রবিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, চাদগাঁও থানা,চট্টগ্রাম মহানগর এর ব্যবস্থাপনায় প্রায় ৫৫০ জন মা-বোন নিয়ে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে এক আজিমুশশান মাহফিল সুসম্পন্ন হয়।





গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।
