দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ্ 💚
৪ঠা নভেম্বর,২০২৩ ইংরেজি, রোজ শনিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায় চট্টগ্রাম এর বিভিন্ন জায়গায় পীরে বাঙ্গাল হুজুর কিবলার নির্দেশিত ৫টি “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” অনুষ্টিত হয়েছে।
👉গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা,ঢাকা-এর ব্যবস্থাপনায়, কায়েৎটুলিস্হ খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার দ্বিতীয় তলায় ৩১তম “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৬০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
👉গাউসিয়া কমিটি বাংলাদেশ, ভূজপুর ইউনিয়ন শাখা, ফটিকছড়ি থানার ব্যবস্থাপনায়– ১ম “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৪০০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
👉গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত আলী শাহ (রহঃ) এর ব্যবস্থাপনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ, লতিফপুর, আকবর শাহ (রহঃ), চট্টগ্রাম মহানগরের সহযোগিতায় হযরত আলী শাহ (রহঃ)’র বাড়ীর মাঠ প্রাঙ্গণে ১ম দাওয়াতে খায়র মহিলা মাহফিল সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৩০০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
👉গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৮নং ধর্মপুর ইউনিয়ন শাখার আওতাধীন হযরত শাহ ছানাউল্লাহ ফকির (রহ.) বাড়ী ইউনিটের সার্বিক সহযোগীতায়- হোসাইনী কাফেলার আয়োজন ২য় “দাওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
এতে প্রায় ৩৬০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
👉গাউসিয়া কমিটি বাংলাদেশ ৩নং চিকদাইর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে ১ম “দাওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
এতে প্রায় ৩৫০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
📗উক্ত মাহফিলে মিলাদুন্নবী (দ), গাউসে পাক (রাদ্বী) এর শান-মান মর্যাদা,কমিটির কার্যক্রম, বায়াতের গুরুত্ব, সিলসিলার সবকের পর্যালোচনা এবং মৃত ব্যক্তির গোসল-কাফন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।💝