সহীহ কুরআন তিলাওয়াত ও জরুরী মাসায়েল শিক্ষা কোর্স-২০২৩ইং” এর সমাপনী অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও অত্র কমিটির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আজীমুশ্শান মাহফিল

সহীহ কুরআন তিলাওয়াত ও জরুরী মাসায়েল শিক্ষা কোর্স-২০২৩ইং” এর সমাপনী অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও অত্র কমিটির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আজীমুশ্শান মাহফিল

সহীহ কুরআন তিলাওয়াত ও জরুরী মাসায়েল শিক্ষা কোর্স-২০২৩ইং” এর সমাপনী অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও অত্র কমিটির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আজীমুশ্শান মাহফিল

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

❤️নুরে রমজান
কাসে হাওয়ায়ে ইশক্ব চালে খতম হোয়ে নফরত দিল কি
বান্ত রাহে হ্যায় পিয়ার সাব হে সেহরি হো ইয়া ইফতারি💚

❤️আল্লাহ তেরা হ্যায় ইহসান আজকে হোয়ে সারে ইনসান
সাজ গেয়ে ঘার ঘার দাস্তার খা’ন
নুরে রমজান💚

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! ২৪ই রমজান, ১৬ই এপ্রিল ২০২৩ইং, রোজ রবিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ এর পক্ষ থেকে আয়োজিত ৯ম  “সহীহ কুরআন তিলাওয়াত ও জরুরী মাসায়েল শিক্ষা কোর্স-২০২৩ইং” এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ অত্র কমিটির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আজীমুশ্শান মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে অফলাইনে পবিত্র আলমগীর খানকাহ্ শরীফে এবং অনলাইনে যুমের মাধ্যমে সাধারণ মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পুরস্কার বিতরণ সহ মাহফিল সুসম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, পবিত্র আলমগীর খানকাহ শরীফে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ-এর কর্মকর্তা, কর্মী এবং বিশেষ অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং ‌ঈদ তোহফা বিতরণ করা হয়।

আল্লাহ রাব্বুল আলামীন উক্ত যাচাই পর্বে সকল প্রশিক্ষক-পরীক্ষক এবং প্রশিক্ষণার্থীদের ও সুদক্ষ আইটি ও ম্যানেজমেন্ট টীম এর সবার খেদমত কে কবুল করে নিন, আ-মীন।
বিহুরমাতি সায়্যিদিল মুরসালীল (ﷺ)।

সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ।