পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আপ্ জো না থে তো কুছ না থা,
আপ্ না হো তো কুছ না হো…
জান হ্যায় আপ্ জাহান কী,
জান হ্যায় তো জাহান হ্যায়…
ঈদ মিলাদুন্নবী ﷺ মোবারক ।
ঈদ মোবারক ।
আলহামদুলিল্লাহ!💚
১৯শে সেপ্টেম্বর, ২০২৩ইং, রোজ মঙ্গলবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, ১নং রেলগেইট ইউনিট এর ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা ঈদ পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ৭০জন মা-বোনের উপস্থিতিতে সুসম্পন্ন হয়।
🟢উক্ত মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর কেন্দ্রীয় কর্মকর্তা ,থানা ও ওয়ার্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
♦️মাহফিলে নবী করীম (ﷺ)এর বেলাদত মুবারক সহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) পালন করার গুরুত্ব ও ফযীলত-ভিত্তিক তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।
🔶আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা আমাদেরকে আওলাদে রাসূল পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ্ (মা.জি.আ) নির্দেশিত;
“আল্লাহ কারে কে হার ঘার ছে মুস্তফা
জানে রহমত কী সাদায়ে হো”
এর ওপর সর্বদা আমল করার তাওফিক দান করুন এবং সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন। বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
🔹তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা,১নং রেলগেইট ইউনিট,৭নং ওয়ার্ড,পাঁচলাইশ থানা,চট্টগ্রাম মহানগর।
♦️সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।♥️