
পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আপ্ জো না থে তো কুছ না থা,
আপ্ না হো তো কুছ না হো…
জান হ্যায় আপ্ জাহান কী,
জান হ্যায় তো জাহান হ্যায়…
ঈদ মিলাদুন্নবী ﷺ মোবারক ।
ঈদ মোবারক ।
আলহামদুলিল্লাহ!

১৯শে সেপ্টেম্বর, ২০২৩ইং, রোজ মঙ্গলবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, ১নং রেলগেইট ইউনিট এর ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা ঈদ পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ৭০জন মা-বোনের উপস্থিতিতে সুসম্পন্ন হয়।




“আল্লাহ কারে কে হার ঘার ছে মুস্তফা
জানে রহমত কী সাদায়ে হো”
এর ওপর সর্বদা আমল করার তাওফিক দান করুন এবং সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন। বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন (দরুদ)।


গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।
