“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ!🤍

গত ২৪শে আগস্ট, ২০২৩ইংরেজি, রোজ শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, মোহাম্মদ নগর ইউনিট, ৭ নং ওয়ার্ড, পাঁচলাইশ থানা -এর ব্যবস্থাপনায় ১৬তম “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” প্রায় ১০০ জন মা-বোনের উপস্থিতিতে সুসম্পন্ন হয়। 💚

🔹 উক্ত মাহফিলে পবিত্র কুরআন ও হাদীস থেকে ঈদে মিলাদুন্নবী (দঃ) পালনের ফজিলত ও সূরা ইখলাস পাঠের ফজিলত নিয়ে আলোচনা করা হয় এবং সেই গাউসিয়া তারবিয়াতি নিসাব থেকে সফর মাস,আখেরী সাহার সোম্বা ও ফজরের নামাজের গুরুত্ব ও সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন। বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।

তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, মোহাম্মদ নগর ইউনিট,৭ নং ওয়ার্ড, পাঁচলাইশ থানা, চট্টগ্রাম মহানগর।

সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।🤍