“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

আলহামদুলিল্লাহ… 🤍

০৭ই সেপ্টেম্বর, ২০২৩ইং, রোজ বৃহস্পতিবার, ২১এ সফর, ১৪৪৫হিজরি, আলমগীর খানকাহ্ শরীফ প্রায় ২৫০ জন মা-বোনের উপস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” অনুষ্ঠিত হয়। যুমের মাধ্যমে অনলাইনে দেশের প্রায় প্রতিটি বিভাগ সহ সংযুক্ত আরব আমিরাত, ওমান, ও ভারত হতে ১২২ জন মা-বোন মাহফিলে অংশগ্রহণ করেন।

📜উক্ত মাহফিলে ভালো ও মন্দ পরামর্শের পরিণতি , ফজর ও আসরের নামাজের গুরুত্ব বর্ণনা এবং গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে সফর মাস, আখেরি চাহার সোম্বা সংক্রান্ত মতবাদ সহ আলা হযরত (র) এর শান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আ‌ল্লাহ রব্বুল ইজ্জত সকলের খেদমতকে কবুল করুন, আমিন! ‌বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন (ﷺ)।💚

সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ। 🤍