দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” এবং পবিত্র মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহা এ ইয়াযদাহুম

দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” এবং পবিত্র মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহা এ ইয়াযদাহুম

দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” এবং পবিত্র মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহা এ ইয়াযদাহুম

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ!💚
গত ২১অক্টোবর, ২০২৩ ইংরেজি, রোজ শনিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ -এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, কৈয়গ্রাম, ২নং ওয়ার্ড, পটিয়া থানার ব্যবস্থাপনায়-২য় “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” এবং পবিত্র মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহা এ ইয়াযদাহুম সুসম্পন্ন হয়, আলহামদুলিল্লাহ।
এতে প্রায় ১২০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
তথ্যসূত্রঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, কৈয়গ্রাম,২নং ওয়ার্ড,পশ্চিম পটিয়া,চট্টগ্রাম।
গত ২১ অক্টোবর, ২০২৩ ইংরেজি, রোজ শনিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ -এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, থানা মহিরা ইউনিট,৩নং ওয়ার্ড, পটিয়া থানার ব্যবস্থাপনায়-কুসুমপূরা এলাকায় ২য় “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” এবং পবিত্র মিলাদুন্নবী(ﷺ) ও ফাতেহা এ ইয়াযদাহুম সুসম্পন্ন হয়, আলহামদুলিল্লাহ।
এতে প্রায় ৮০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
তথ্যসূত্রঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, থানা মহিরা,৩নং ওয়ার্ড,পটিয়া,চট্টগ্রাম।
উক্ত দাওয়াতে খায়র মহিলা মাহফিলে ঈদে মিলাদুন্নবী(ﷺ)উদযাপনের দলীল ও ফযিলত,জশনে জুলুস,মানুষের অন্তরে ইশক্বে রাসুল(ﷺ)তৈরিতে আওলাদে রাসুলগণের ভূমিকা,, বায়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সবকের তাসবীহ পড়ার গুরুত্ব ও হুজুর কিবলার নসিহত,গাউসিয়া তারবিয়াতী নেসাব থেকে নামাযের নিয়ম,ফযিলত,প্রয়োজনীয় মাসআলা এবং ফাতেহা-ই-ইয়াজদাহম ও গাউসে পাক(র) কারামত সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ। 💖