
দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ্ 

৪ঠা নভেম্বর,২০২৩ ইংরেজি, রোজ শনিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায় চট্টগ্রাম এর বিভিন্ন জায়গায় পীরে বাঙ্গাল হুজুর কিবলার নির্দেশিত ৫টি “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” অনুষ্টিত হয়েছে।

→এতে প্রায় ৬০ জন মা-বোন উপস্থিত ছিলেন।


→এতে প্রায় ৪০০ জন মা-বোন উপস্থিত ছিলেন।


→এতে প্রায় ৩০০ জন মা-বোন উপস্থিত ছিলেন।

এতে প্রায় ৩৬০ জন মা-বোন উপস্থিত ছিলেন।


এতে প্রায় ৩৫০ জন মা-বোন উপস্থিত ছিলেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।
