
“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ!

৫ই সেপ্টেম্বর ২০২৩ইং, রোজ মঙ্গলবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বাকলিয়া থানার ব্যবস্থাপনায় ১৯নং ওয়ার্ডের তক্তারপুল ইউনিটে ৬ষ্ঠ বার ও মদিনা টাওয়ারে ৫ম বারের মতো “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
এতে প্রায় ৩০ জন মা-বোন উপস্থিত ছিলেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বাকলিয়া থানা, চট্টগ্রাম মহানগর।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।