দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ!💖💖

২৭ সেপ্টেম্বর, ২০২৩ইংরেজি, রোজ বুধবার,গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা,বায়েজিদ থানার,৩নং ওয়ার্ড, আতুরার ডিপু , মুরাদনগর/ মিদ্যাপাড়া এলাকায়, গাউসিয়া কমিটি বাংলাদেশ, মুরাদ নগর ইউনিট এর সহযোগিতায় অলি আহমদ সওঃ এর বাড়িতে পবিত্র ১২ রবিউন নূর শরীফ উপলক্ষে ৪র্থ বারের মতো “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।

♻️♻️উক্ত দা’ওয়াতে খায়র মহিলা মাহফিলে কুরআন ও হাদীস থেকে ঈদে মিলাদুন্নবী ﷺ পালনের গুরুত্ব ও পীর মূর্শীদের প্রয়োজনীয়তা, বায়াতের গুরুত্ব, মাহে রবিউন নূর উপলক্ষে কমিটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এবং গাউসিয়া তরবিয়াতী নেসাব থেকে প্রয়োজনীয় মাসয়ালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রায় ৪৫ জন মা-বোন উপস্থিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।

বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।

তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা,,বায়েজিদ থানা,চট্টগ্রাম মহানগর। সালামান্তে, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ ।💜💜

♦️সালামান্তে, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।♥️