“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ!💖💖

গত ২০শে সেপ্টেম্বর , ২০২৩ ইংরেজি, রোজ বুধবার গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বায়েজিদ থানা, চট্টগ্রাম মহানগর এর ব্যবস্থাপনায়- ৩নং ওয়ার্ডস্থ পূর্ব শহীদনগর প্রাথমিক বিদ্যালয়ে ১৪ তম “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।

এতে প্রায় ১০০ জন মা-বোন উপস্থিত ছিলেন।

উক্ত মাহফিলে কুরআন ও হাদীস থেকে মিলাদুন্নবী (দ) দলীল সহকারে পালনের গুরুত্ব, বায়াতের প্রয়োজনীয়তা,পীর-মূর্শীদের হাতে বায়াতের প্রয়োজনীয়তা এবং মাহে রবিউন নূর শরীফের আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়। সেই সাথে গাউসিয়া তারবিয়াতি নিসাব হতে প্রয়োজনীয় মাসআলা মাসায়েল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।

বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (ﷺ)।

তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বায়েজিদ থানা, চট্টগ্রাম মহানগর।

সালামান্তে~ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ ।🤍