“দাওয়াতে খায়র মহিলা মাহফিল”
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।
আলহামদুলিল্লাহ!
১১ই সেপ্টেম্বর , ২০২৩ ইংরেজি, রোজ সোমবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বায়েজীদ থানা’র ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, বায়েজীদ থানা, ৩ নং ওয়ার্ড, শাহাদাত উল্লাহ খাঁ :রহ:) ইউনিটস্থ মুহাম্মদিয়া মডেল হাই স্কুলে হাজীপাড়া এলাকার মা-বোনদের আয়োজনে শুহাদায়ে কারবালার স্বরণে “দাওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৩০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
উক্ত দা’ওয়াতে খায়র মহিলা মাহফিলে কুরআন-হাদীসের আলোকে ঈদে মিলাদুন্নবী (দ) পালনের ফজিলত, পীরও মুর্শীদের প্রয়োজনীয়তা এবং বায়াতের গুরুত্ব, সম্পর্কে আলোচনা করা হয়। এবং গাউসিয়া তারবিয়াতি নিসাব থেকে নামাজের মাকরূহ সমুহ ও সফর মাসের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন{ﷺ}।
তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বায়েজীদ থানা, চট্টগ্রাম মহানগর।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ।