গেয়ারভী শরীফ উপলক্ষে “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

গেয়ারভী শরীফ উপলক্ষে “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

গেয়ারভী শরীফ উপলক্ষে “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

আলহামদুলিল্লাহ!
১লা মে ২০২৩ইং, ১০ই শাওয়াল ১৪৪৪হিজরি, রোজ সোমবার জামেয়া ময়দানে প্রায় দুই শতাধিক মা-বোনের উপস্থিতিতে পবিত্র শাওয়াল মাসের গেয়ারভী শরীফ উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” অনুষ্ঠিত হয়। যুমের মাধ্যমে অনলাইনে দেশের প্রায় প্রতিটি বিভাগ সহ সংযুক্ত আরব আমিরাত, ওমান, ও ভারত হতে প্রায় ১২০ জন মা-বোন মাহফিলে অংশগ্রহণ করেন।

📜উক্ত মাহফিলে যিকিরের ফজিলত, দো’আর মাধ্যমে তাক্বদীর পরিবর্তন ও অন্যের সাথে সদ্ব্যবহারের গুরুত্বারোপ এর পাশাপাশি বাংলাদেশের ইসলাম প্রচার প্রসার থেকে গেয়ারভী শরীফ আরম্বরপূর্ণ ভাবে পালিত হয়ে আসার প্রমাণ ও ফযিলত বর্ণনা পূর্বক মে দিবস উদযাপন লক্ষ্যে হাদীসের আলোকে শ্রমিকের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আ‌ল্লাহ রব্বুল ইজ্জত সকলের খেদমতকে কবুল করুন, আমিন! ‌
বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন (ﷺ)।💚

সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ। 🤍