গাউসে যামান সৈয়্যদ মুহাম্মাদ তৈয়্যব শাহ (রহ) এর ওরস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
জশনে জুলূসে ঈদ-এ মীলাদুন্নবী (ﷺ)-এর প্রবর্তক; মানবতার সংগঠন—গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা; বাতিল ফির্কার মৃত্যুতুল্য—তরজুমান-এ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকাশনার নির্দেশদাতা; মাদারজাত অলীয়ে কামেল আল্লামা হাফেয ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ) এর ১৫ জিলহজ্ব সা-লানা উরস মুবারক উপলক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা’২২ এর বিষয়াবলি নিম্নে প্রদান করা হলো—
১. প্রবন্ধ।
বিষয়ঃ হুজুর কিবলা সৈয়্যদ মুহাম্মাদ তৈয়্যব শাহ (রহ) এর ভবিষ্যৎ বাণীর আলোকে গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৯৮৬ থেকে ২০২২.(১৫০ শব্দের মধ্যে)
২. অনলাইন পোস্টার।
বিষয়: হা-দীয়ে দ্বীন-মিল্লাত হুজুর কিবলা তৈয়্যব শাহ (র)’র বাণি সম্বলিত।
৩. ক্যালিগ্রাফি।
৪. হাতের তৈরি ওয়াল মেট। (ইসলামিক)
জমাদানের শেষ সময়-১৭ই জুলাই,২০২২ ইং।
আগ্রহীরা +880 1537-448005 (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করুন।
সালামান্তে~
যাহরা বতুল ইসলামিক সাংস্কৃতিক গোষ্ঠী।
(সাংস্কৃতিক ফোরাম-গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ।)