
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের এর পরিচালনায় কেন্দ্রীয়ভাবে আজিমুশশান “জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মাহফিল”
Invitation for Jashne Mehfil-e Khawateen





On the Grand Occasion of 





Eid-e Miladunnabi PBUH





যাঁর আগমনবার্তা জানান স্বয়ং আল্লাহ তায়ালা,
যাঁর তরেই হয়েছি শ্রেষ্ঠ উম্মত—সৃষ্টির সেরা;
তিনি আছেন তো প্রাণ আছে সৃষ্টির,
কৃতজ্ঞ সুন্নি করে তাই মীলাদের যিকির।


আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ!
আলহামদুলিল্লাহ আগামী ০৯ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, মোতাবেক ২৫সে সেপ্টেম্বর ২০২৩ খৃঃ রোজ সোমবার সকাল ১০টায় প্রতিবছর এর ন্যায় এবারও হুজুর কিবলার গাড়িবহর সাথে ঢাকায় আলীশান জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (ﷺ) পালনের সময়ে চট্টগ্রামের আলমগীর খানকাহ শরীফ এর নিচ তলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের এর পরিচালনায় কেন্দ্রীয়ভাবে আজিমুশশান “জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মাহফিল” অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন শা আল্লাহ্!


গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।