খাতুনে জান্নাত সৈয়্যদা মা ফাতেমা বাতুল (রা) এর বিলাদাত শরীফ ও ‘যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী’ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

খাতুনে জান্নাত সৈয়্যদা মা ফাতেমা বাতুল (রা) এর বিলাদাত শরীফ ও ‘যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী’ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

খাতুনে জান্নাত সৈয়্যদা মা ফাতেমা বাতুল (রা) এর বিলাদাত শরীফ ও ‘যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী’ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

🌼اُس بتولِ جگر پارہ مصطفٰی، حجلہ آرائے عفت پہ لاکھوں سلام🌼
তিনি সেই বতুল যিনি নবী মোস্তাফার কলিজার টুকরা; পূতঃ পবিত্রতা আর মহান চরিত্রের উপর লাখো সালাম।___(সালামে রেযা)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
💗🤍💗
আলহামদুলিল্লাহ, গত ১৩ই জানুয়ারি ২০২৩ ইংরেজি, রোজ শুক্রবার, নারী জাতির আদর্শ খাতুনে জান্নাত সৈয়্যদা মা ফাতেমা বাতুল (রা) এর বিলাদাত শরীফ ও ‘যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী’ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
🌼এই মুবারক উপলক্ষকে কেন্দ্র কে আয়োজিত হয়—সুরা কাহাফ শরীফের খতম, খতমে ফাতেমী শরীফ এবং বিশেষ পাঠ আসর।🌼
🔹বিশেষ এই পাঠ আসরে মা ফাতেমাতুজ যাহরা (রা)-এর জীবনী হতে আদর্শ নারীসমাজ গঠন সম্পর্কে এবং ‘যাহরা বতুল’ ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠীর পথযাত্রার সূচনা, উদ্দেশ্য, বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক আলোচনা করা হয়।
▪️পরিচালনায়: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ।
▪️আয়োজনে: ‘যাহরা বতুল’ ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী।
▪️স্থান: জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।
💗🤍💗
এতে প্রায় ৭০জন কর্মী ও যাহরা বতুল ত্রৈমাসিক অনলাইন কোর্সের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
সালামান্তে,
‘যাহরা বতুল’ ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী।
(সাংস্কৃতিক ফোরাম: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ।)💚