খাতুনে জান্নাত সৈয়্যদা মা ফাতেমা বাতুল (রা) এর বিলাদাত শরীফ ও ‘যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী’ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন
اُس بتولِ جگر پارہ مصطفٰی، حجلہ آرائے عفت پہ لاکھوں سلام
তিনি সেই বতুল যিনি নবী মোস্তাফার কলিজার টুকরা; পূতঃ পবিত্রতা আর মহান চরিত্রের উপর লাখো সালাম।___(সালামে রেযা)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, গত ১৩ই জানুয়ারি ২০২৩ ইংরেজি, রোজ শুক্রবার, নারী জাতির আদর্শ খাতুনে জান্নাত সৈয়্যদা মা ফাতেমা বাতুল (রা) এর বিলাদাত শরীফ ও ‘যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী’ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এই মুবারক উপলক্ষকে কেন্দ্র কে আয়োজিত হয়—সুরা কাহাফ শরীফের খতম, খতমে ফাতেমী শরীফ এবং বিশেষ পাঠ আসর।
বিশেষ এই পাঠ আসরে মা ফাতেমাতুজ যাহরা (রা)-এর জীবনী হতে আদর্শ নারীসমাজ গঠন সম্পর্কে এবং ‘যাহরা বতুল’ ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠীর পথযাত্রার সূচনা, উদ্দেশ্য, বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক আলোচনা করা হয়।
পরিচালনায়: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ।
আয়োজনে: ‘যাহরা বতুল’ ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী।
স্থান: জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।
এতে প্রায় ৭০জন কর্মী ও যাহরা বতুল ত্রৈমাসিক অনলাইন কোর্সের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
সালামান্তে,
‘যাহরা বতুল’ ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী।
(সাংস্কৃতিক ফোরাম: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগ।)