PUBLICATIONS

নামাযে সিজদায় ও জলসায় ছেলেদের পায়ের ১-৩ আঙুলের পেট জমীনে লাগা ওয়াজীব। এই হুকুম মেয়েদের ক্ষেত্রেও কি প্রযোজ্য??

আসসালামু আলাইকুম । 🔵 না, এটা পুরুষের জন্য, মহিলাদের ক্ষেত্রে এ হুকুম প্রযোজ্য নয়।  তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা। 📌 ইমাম আবু বকর ইবনে আবী শাইবা (রহ), হাদীস.নং ২৭৮৩, فى المرأة كيف تجلس فى الصلاة, খন্ড ০১/২৪২পৃ.  

পুরুষদের একা নামাজ পড়ার সময় ক্বেরাত উচ্চস্বরে পড়া যাবে?

আসসালামু আলাইকুম। 🔵 এতটুকু আওয়াজে পড়বে যাতে নিজে শুনতে পাই, জামাত ব্যতীত পুরুষরা একা নামাযে উচ্চস্বরে পড়া অন্যকে (নিজের জামাত না পড়ার ঘোষণাটা) জানান দেওয়ার নামান্তর। তথ্যসূত্রঃ মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।  

পুরুষের নামাজ পড়ার সময় টুপি পড়া কি আবশ্যক?

আসসালামু আলাইকুম। 🔵 বর্তমানে টুপি বাজারে প্রচুর, মাথায় ফিট না হলে নতুন নেওয়া যায়। মাঝেমাঝে টুপি ছাড়া নামায আদায় করলে নামায আদায় হবে তবে সেটা অভ্যাসে পরিণত করা অনুচিত, সবসময় টুপি ছাড়া নামায আদায় মাকরুহ। তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।

নামাজ পড়ার সময় রুম অন্ধকার থাকলে সমস্যা হবে?

আসসালামু আলাইকুম । 🔵 রুম যদি এতবেশি অন্ধকার হয় যে কিছুই দেখা যাচ্ছে না তাহলে মাকরুহ হবে। তবে কেউ যদি একাগ্রতার জন্য আবছা আলোতে নামায আদায় করে তাহলে সমস্যা হবে না। তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।

তাহাজ্জুদের নামাজ কি অন্ধকারে পড়তে হয়? লাইট অন করে পড়লে কি সমস্যা হয়?? অনেকেই বলে আলোতে পড়লে নাকি হয় না নামাজ?

আসসালামু আলাইকুম।  🔵তাহাজ্জুদ এবং অন্যান্য যেকোন নামায অবশ্যই আলোতে পড়া যাবে।  🛑 তাহাজ্জুদের নামায অন্ধকারেরই পড়তে হবে এমন ধারণা ঠিক নয়। আলোতে নামায আদায় করলে আদায় হবে, কোন সমস্যা হবে না।  তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।