আসসালামু আলাইকুম। ফজরের নামায ক্বাযা হলে যোহরের সময় ২রাক’আত ক্বাযা পরলে হয়ে যাবে। তবে ২ রাক’আত সুন্নাত ও ক্বাযা করতে পারেন। বি:দ্র:ফরয নামাযের ক্বাযা সম্পন্ন করা ফরয।অনুরূপ ওয়াজিব ও সুন্নাতের ক্বাযা সম্পন্ন করা যথাক্রমে ওয়াজিব ও সুন্নাত। তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃষ্ঠা:১৮৯ ও ১৯১)