PUBLICATIONS

অজুর পরে যদি সাজ-গোজ করা হয় আর এ অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হবে কি না?

আসসালামু আলাইকুম।  অযুর পরে যদি সাজ-গোজ করা হয় আর এ অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত সাজসজ্জার কারণে যদি নামাজে মনোযোগ ব্যহত হয় তাহলে মাকরূহ হবে। তথসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব।-মুদাররিস, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসা। 

নামায পড়ার সময় সূরা পড়েছি কিনা ভুলে গেলে কি নামায হবে? আর সাহু সেজদা কি কারণে এবং কেন দেয় জানালে বেশি উপকৃত হবো।

আসসালামু আলাইকুম।  নামায পড়ার সময় সূরা পরেছে কি না ভুলে গেলে সাজদা-ই সাহভ করতে হবে। 💠যেসব বিষয় নামাযে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহ্ভ দেয়া ওয়াজিব। (যে নামাযে ভুল করবেন ঐ নামাযের শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হয়)।  …

বিতর নামায নাকি ৫ রাক্’আত। তিন রাক্’আত বিতর আর ২ রাক্’আত শাফী‘উল বিতর। এইটা কী সত্য?

আসসালামু আলাইকুম।  বিতর নামায তিন রাক্’আত। এটা এশার নামাযের পর পড়তে হয় এবং সোবহে কাযেব (সোবহে সাদিক শুরু হওয়ার আগে) পর্যন্ত পড়ার সময় থাকে। বিতর নামায ওয়াজিব৷ যদি ভুলে বা ইচ্ছাকৃত না পড়া হয় তাহলে ক্বাজা পড়া ওয়াজিব।  ▪️বিতরের নামাযের পর দু’রাক্‘আত নফল নামায পড়া …

চাশতের নামাজের সঠিক/মুস্তাহাব সময় বুঝার উপায়?

আসসালামু আলাইকুম। চাশতের/দোহার নামাযের সময়- ইশরাক্বের নামাযের পর সূর্যে খুব প্রখরতা আসার সময় থেকে শুরু হয়ে শরীয়ত সম্মত অর্ধ দিবস আরম্ভ হওয়া পর্যন্ত এর সময় থাকে। তবে উত্তম হলো দিবসের এক চতুর্থাংশে পড়া (দিনের বেলার সম্পূর্ণ অংশকে চার ভাগ করে তার প্রথম ভাগে)। সে হিসেবে …

মেয়েদের নামাযে দাঁড়ানো নিয়ে অনেকে বলে চার আঙ্গুল ফাকা রেখে দাঁড়াতে হয়,আর অনেকে বলে দু পা একসাথে লাগিয়ে দাঁড়াতে হয়।কোনটা সঠিক?

 আসসালামু আলাইকুম। নামাযে দাঁড়ানোর সময় মহিলাদের দুই পা মিলিয়ে দাঁড়াতে হবে। কারও শারীরিক গঠনের কারণে দুই পা মিলিয়ে দাঁড়াতে না পারলে সামান্য ফাঁক রেখে দাঁড়ানো যাবে তবে তা চার আঙ্গুলের বেশি হওয়া যাবে না।  তথ্যসূত্র-গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬০)