আপনার অনুদান প্রয়োজন, অল্প অল্প করে সবাই মিলে আসুন বাঁচাই শীতার্তদের জীবন

আপনার অনুদান প্রয়োজন, অল্প অল্প করে সবাই মিলে  আসুন বাঁচাই শীতার্তদের জীবন

আপনার অনুদান প্রয়োজন, অল্প অল্প করে সবাই মিলে আসুন বাঁচাই শীতার্তদের জীবন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্!
প্রতিবছরের ন্যায় শীত মৌসুমে ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ‘ শীতার্ত মানুষদের সাহায্যার্থে শীতকালীন উপহার বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রতিকূল আবহাওয়ায় তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছে প্রান্তিক জনগোষ্ঠী।
আমাদের সম্মিলিত সাহায্য তাদের জীবনকে কিছুটা হলেও সহজ করতে পারবে, ইনশা-আল্লাহ। আসুন, এই মানবিক উদ্যোগে, নিজে শামিল হই, অপরকেও উদ্ভুদ্ধ করি।
📍আমাদের এই প্রয়াসে আপনার অনুদান পৌঁছে দিতে অনুগ্রহ করে এগিয়ে আসুন।
যোগাযোগ এবং বিকাশ/নগদ নম্বর:👇
+880 1706-355622
[রেফারেন্সে, “Winter” লিখে দেওয়ার অনুরোধ রইল।]

Share:

Leave Your Comment