বরকতময় রবিউন নূর শরীফকে স্বাগত জানিয়ে ১২ই রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে রসূলে পাক (দরূদ) এর উপর ১২ লক্ষ দরূদের নাযরানা পেশ কর্মসূচি, আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ আগামী ০৯ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, মোতাবেক ২৫সে সেপ্টেম্বর ২০২৩ খৃঃ রোজ সোমবার সকাল ১০টায় প্রতিবছর এর ন্যায় এবারও হুজুর কিবলার গাড়িবহর সাথে ঢাকায় আলীশান জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (ﷺ) পালনের সময়ে চট্টগ্রামের আলমগীর খানকাহ শরীফ এর নিচ তলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের এর পরিচালনায় কেন্দ্রীয়ভাবে আজিমুশশান “জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মাহফিল” অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন শা আল্লাহ্!