- This event has passed.
১২ই রবিউল আউয়াল উপলক্ষে ১২লক্ষ দরূদের নাযরানা পেশ কর্মসূচি
September 17, 2023 @ 12:00 am - September 28, 2023 @ 12:00 am
বরকতময় রবিউন নূর শরীফকে স্বাগত জানিয়ে ১২ই রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে রসূলে পাক (দরূদ) এর উপর ১২ লক্ষ দরূদের নাযরানা পেশ কর্মসূচি, আলহামদুলিল্লাহ!
দরূদ শরীফ পাঠ করা অতি ফযিলতপূর্ণ একটি মহৎ ইবাদত, যা পাঠের মাধ্যমে বান্দা অফুরন্ত রহমত-বরকত, মাগফিরাত ও উত্তম প্রতিদান হাসিল করতে পারেন। নিঃসন্দেহে এটি সকল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একটি আমল। কেননা স্বয়ং রব্বুল আলামীন ও তাঁর ফেরেশতাকুল দরূদ শরীফ পাঠ করে থাকেন।