- This event has passed.
ওরসে আ‘লা হযরত’২৩ উপলক্ষে ইমাম আ‘লা হযরত (রহ)’র জীবনী শীর্ষক আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
September 15, 2023 @ 2:30 pm - 5:00 pm
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 💚
❝তাঁদের স্মরণে হৃদয়ে মিলে তৃপ্তি—প্রশান্তি, প্রিয় নবীর (ﷺ) স্মরণে যাপিত যাঁদের যিন্দেগী❞
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সাংস্কৃতিক ফোরাম “যাহরা বতুল’ ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী” এর ব্যবস্থাপনায় আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৩ ওরসে আ‘লা হযরত রহ. উপলক্ষে ‘আ‘লা হযরত রহ. এর জীবনী শীর্ষক আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান’র আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ!
দেশবরেণ্য আলেম-উলামাগণ উক্ত আলোচনা সভায় তাঁদের মূল্যবান সারগর্ভ আলোচনা পেশ করবেন, ইনশা-আল্লাহ। এছাড়াও, ইতোমধ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, এসো না’ত (ﷺ) শিখি কোর্স এবং ‘‘যাহরা বতুল ত্রৈমাসিক অনলাইন কোর্স’২১’’ এর বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হবে, ইনশা আল্লাহ।
📌সর্বস্তরের ছাত্রীবৃন্দের প্রতি আন্তরিক দাওয়াত রইল।
■ সময়: দুপুর ২:৩০মিনিট, ১৫ই সেপ্টেম্বর ২০২৩, রোজ শুক্রবার।
■ ভেন্যু: অডিটরিয়াম, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রাম।
আল্লাহ তায়ালা আমাদের উক্ত আলোচনা সভায় উপস্থিত হয়ে ইমাম আ‘লা হযরত রহ. এর ফুয়ুযাত হাসিল করার তওফিক দান করুন, আমীন।
সালামান্তে,
যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী।
(সাংস্কৃতিক ফোরাম: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ)