Think Tank

সালাতুল তাসবীহ  নামায কী শুধু ভোর রাতে পড়া যায়?

সালাতুল তাসবীহ নামায কী শুধু ভোর রাতে পড়া যায়?

আসসালামু আলাইকুম।  সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক দুপুর- এ তিন সময়ে ফরজ, ওয়াজিব, সুন্নাত,নফল, ক্বাযা নামাজ পড়া এবং তিলাওয়াতে সিজদা করা জায়েজ নেই। যদি আসরের নামাজ না পড়ে থাকে, তবে ওই দিনের আসরের নামাজ সূর্যাস্তের  সময় পড়তে পারবে; কিন্তু এতটুকু দেরী করা হারাম; ওই সময়ে আদায়কৃত ওই দিনের আসরের নামাজও মাকরূহ।  তাছাড়া, এগারটি নির্দিষ্ট সময়ে নফল …

তাহাজজুদ নামাজের নিয়ত কি সুন্নাতুল রাসুল্লিলাহি তায়ালা মোতোয়াজজিহান হবে /নাকি নফল মোতোয়াজজিহান হবে / নাকি শুধুই মোতোয়াজজিহান বলতে হবে?

আসসালামু আলাইকুম।  🔷তাহাজ্জুদ নামাযের নিয়ত- نَوَيْتُ اَنْ اُصَلِّيَ لِلّٰهِ تَعَالَي رَكْعَتِيْ صَلٰوةِ ااتَّهَجُّدِـ سُنَّةُ رَسُوْلِ  اللَّهِ تَعَالٰی مُتَوَجِّهًا اِلٰی جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللّٰهُ اَكْبَرْ  উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসোল্লিয়া লিল্লা-হি তা’আলা রক’আতাই সোলাতিত্ তাহাজ্জুদ, সুন্নাতু রসুলিল্লা-হি তা’আলা মুতাওয়াজ্জিহান্ ইলা- জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবর। 🔷ক্বদরের নামাজের নিয়ত- نَوَيْتُ اَنْ اُصَلِّيَ لِلّٰهِ تَعَالَي رَكْعَتِيْ صَلٰوةِ لَّيْلَةِ الْقَدْرِ …