Prayer (নামাজ)

ইশরাক এর নামাজের সময় কয়টায়?চাশত/ দোহার সময় কয়টায় শুরু? জাওয়ালের নামাজ কয়টায় পড়া যাবে?

আসসালামুআলাইকুম। ইশরাক্বের নামাজের পদ্ধতি হচ্ছে– ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকবেন, যিকর-আযকার করতে থাকবেন, পার্থিব কোন কাজকর্ম করবেন না এবং কথাবার্তাও বলবেন না। [যেহেতু মধ্যখানে দুনিয়াবি কাজকর্ম করলে সওয়াব হ্রাস পায়।]  ◼️ইশরাক্বের নামাজের সময় হচ্ছে যখন সূর্য পূর্ণাঙ্গভাবে উদিত হয়ে চারদিকে উজ্জল আলো ছড়িয়ে পড়ে। সূর্যোদয়ের অন্তত ২০ মিনিট পর সূর্যের এমন অবস্থা হয়। …

কাযা নামাজ কি প্রতিদিন পড়া যায় এবং প্রতি ওয়াক্তের সাথে কত দিনের কত কাযা নামাজ পড়া যায় একসাথে?

আসসালামু আলাইকুম।  কাযা নামাজের সংখ্যা যদি ৫ ওয়াক্ত বা তার কম হয় তাহলে তারতীব অনুযায়ী সম্পন্ন করতে হয়, যেমন, ফযর, যোহর কাযা হলে প্রথমে ফযর, তারপর যোহর, তারপর আসর এভাবে পড়তে হবে।  কারো যে কোন ওয়াক্ত থেকে নামাজ কাযা হলে আগে কাযা নামাজ আদায় করে তারপর যে ওয়াক্তের নামাজ আসবে তা আদায় করতে হবে। ওই …

কোন কোন ওয়াক্ত এ ক্বাজা নামাজ পড়া যায় এবং কোন কোন ওয়াক্তে ক্বাজা নামাজ পড়া যায় না?

আসসালামুয়ালাইকুম আপু। সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক দুপুর-এ তিন সময়ে ফরয, ওয়াজিব, নফল, ক্বাযা নামাজ পড়া এবং তিলাওয়াতে সাজদা জায়েয নয়। এ তিন সময় ব্যতীত সময়-সুযোগ পাওয়া মাত্রই ক্বাযা নামাজ আদায় করে দিতে হবে।   তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৯১)

সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় নামাজ পড়া হারাম। যদি নামাজ পড়তে দেরি হয়ে যায় তাহলে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের কতক্ষণ পরে কাজা নামাজ পড়া যাবে?

আসসালামু আলাইকুম।  সূর্যদোয়ের সময় থেকে শুরু করে পুরোপুরি উদয় হওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। পুরোপুরি উদয় হওয়ার সময়টার পরিমাণ ২০ মিনিট৷ অর্থ্যাৎ সূর্যোদয়ের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত নামাজ আদায় করা যাবে না। অনুরূপভাবে সূর্যাস্তের ২০ মিনিট পূর্ব থেকে নামাজ পড়া মাকরূহ।  তবে ঐ দিনের আসরের নামাজ কোনো কারণবশত না পড়ে থাকলে আদায় করে নিবে …

সালাতুল লায়ল এর ফযীলত কী? এশার নামাযের পর আদায় করা যাবে নাকি ১২ টার পর পড়তে হবে?

আসসালামু আলাইকুম। রাতের বেলা ইশার নামাজের পর যে নফল নামাজ পড়া হয় তাকে সালাতুল লায়ল বা রাতের নামাজ বলা হয়। রাত্রির নফল দিনের নফল থেকে উত্তম। সহিহ মুসলিম শরীফ হতে বর্ণিত- রাসূল (দ) ইরশাদ করেন, ইশার ফরযের পর সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল লায়ল।” এছাড়া বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ) এর নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে রাতের …

মহিলাদের নামাজ পড়ার নিয়ম কী রকম?

আসসালামু আলাইকুম।  ✓মহিলা ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে এই ব্যাপারে চার মাযহাবের (হানাফী, মালেকী, শাফেঈ, হাম্বলী) চার ইমামই একমত। এটা নিয়ে কোন এক ইমামেরও দ্বিমত নেই। আমরা যেহেতু হানাফী মাযহাবের অনুসারী সেহেতু আমাদের মাযহাব কী বলে সেই অনুসারে আমল করতে হবে।  শুধুমাত্র কোন স্কলারের রেফারেন্সে আমরা একাকী ভিন্নভাবে নামাজ আদায় করতে পারি না।  মহিলাদের …

নামাজরত অবস্থায় সাদা স্রাব বের হলে কি অযু বা নামাজ ভেঙ্গে যাবে?

আসসালামু আলাইকুম। লিকুরিয়া বা সাদা স্রাব মহিলাদের বিশেষ একটা সমস্যা। যা নির্গত হওয়ার স্থান হলো,যৌনাঙ্গ বা হায়েজের পথ। যা প্রস্রাবের রাস্তা নয়। এই কারণে সাদা স্রাব হলে অযু ভাঙবে না। আপনি নামাজ, কুরআন তেলাওয়াত সবই করতে পারবেন।  ✓সালোয়ারে বা পরনের কাপড়ে সাদা স্রাব লাগলে ধৌত করা বা পাল্টিয়ে ফেলা জরুরি নয় তবে উত্তম। যদি উত্তেজনাবশত …

যদি পরিবারের কারো সন্তান হলে তাহলে কি বাকিরা নামাজ পড়তে পারবে?? নাকি ১মাস ১০দিন গেলে পড়তে পারবে?

আসসালামু আলাইকুম। সন্তান জন্মদানের পর যে রক্ত নির্গত হয় সেটিকে নিফাস বলে৷ নিফাসের সর্বসীমা হচ্ছে চল্লিশ দিন। সন্তান জন্মদানের কিছুদিন পর বা চল্লিশ দিন পূর্বে নিফাসের রক্তস্রাব বন্ধ হয়ে গেলে পাক-পবিত্র হয়ে নামাজ-রোজা অবশ্যই পালন করতে হবে। চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করবে না। এবং এসব হুকুম শুধু মাত্র নিফাসওয়ালি মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য৷ পরিবারের অন্য সদস্যদের …

মাথার চুল সামনে দেখা গেলে কি নামাজ হবে?

আসসালামু আলাইকুম। মাথার চুল সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা ফরয৷ কোন মহিলা যদি এতো পাতলা চাদর বা ওড়না দিয়ে মস্তক আবৃত করে যাতে করে মাথার চুল দেখা যায়-তবে তার নামাজ হবে না।  তথ্যসূত্র- বাহারে শরীয়ত৷ (৩য় খন্ড, পৃ-১০০) গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ- ১৪৩)

তওবার নামাজ এর নিয়ম সম্পর্কে জানতে চাই

আসসালামু আলাইকুম।  তাওবার নামাজঃ আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, ইবনে হাব্বাস স্বীয় সহিহ গ্রন্থে হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) থেকে বর্ণনা করেন, হুযূর (দ) এরশাদ ফরমায়েছন, “যখন কোন বান্দা গুণাহ করে অতঃপর ওযূ করে নামাজ পড়বে।  অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং পুনরায় ওই গুণাহ করা হতে নিজেকে বিরত রাখবে, আল্লাহ তার গুণাহ ক্ষমা …