আসসালামুআলাইকুম। ইশরাক্বের নামাজের পদ্ধতি হচ্ছে– ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকবেন, যিকর-আযকার করতে থাকবেন, পার্থিব কোন কাজকর্ম করবেন না এবং কথাবার্তাও বলবেন না। [যেহেতু মধ্যখানে দুনিয়াবি কাজকর্ম করলে সওয়াব হ্রাস পায়।] ◼️ইশরাক্বের নামাজের সময় হচ্ছে যখন সূর্য পূর্ণাঙ্গভাবে উদিত হয়ে চারদিকে উজ্জল আলো ছড়িয়ে পড়ে। সূর্যোদয়ের অন্তত ২০ মিনিট পর সূর্যের এমন অবস্থা হয়। …


