আসসালামু আলাইকুম। নামাজ ভঙ্গকারী বিষয়সমূহের মধ্যে কয়েকটি হলো- নামাজের আমল বহির্গত কোন কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আপনি কথা না বললেও হেঁটে গিয়ে দরজা খুলবেন সেটা নামাজের বর্হিভূত কাজ। তাই এরকম কিছু করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে এবং পুনরায় শুরু থেকে নামাজ পড়তে হবে। তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৭১)