Basic Aspects of Islam (ইসলামের মৌলিক বিষয়াবলি)

পুরুষদের একা নামাজ পড়ার সময় ক্বেরাত উচ্চস্বরে পড়া যাবে?

আসসালামু আলাইকুম। 🔵 এতটুকু আওয়াজে পড়বে যাতে নিজে শুনতে পাই, জামাত ব্যতীত পুরুষরা একা নামাযে উচ্চস্বরে পড়া অন্যকে (নিজের জামাত না পড়ার ঘোষণাটা) জানান দেওয়ার নামান্তর। তথ্যসূত্রঃ মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।  

পুরুষের নামাজ পড়ার সময় টুপি পড়া কি আবশ্যক?

আসসালামু আলাইকুম। 🔵 বর্তমানে টুপি বাজারে প্রচুর, মাথায় ফিট না হলে নতুন নেওয়া যায়। মাঝেমাঝে টুপি ছাড়া নামায আদায় করলে নামায আদায় হবে তবে সেটা অভ্যাসে পরিণত করা অনুচিত, সবসময় টুপি ছাড়া নামায আদায় মাকরুহ। তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।

নামাজ পড়ার সময় রুম অন্ধকার থাকলে সমস্যা হবে?

আসসালামু আলাইকুম । 🔵 রুম যদি এতবেশি অন্ধকার হয় যে কিছুই দেখা যাচ্ছে না তাহলে মাকরুহ হবে। তবে কেউ যদি একাগ্রতার জন্য আবছা আলোতে নামায আদায় করে তাহলে সমস্যা হবে না। তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।

তাহাজ্জুদের নামাজ কি অন্ধকারে পড়তে হয়? লাইট অন করে পড়লে কি সমস্যা হয়?? অনেকেই বলে আলোতে পড়লে নাকি হয় না নামাজ?

আসসালামু আলাইকুম।  🔵তাহাজ্জুদ এবং অন্যান্য যেকোন নামায অবশ্যই আলোতে পড়া যাবে।  🛑 তাহাজ্জুদের নামায অন্ধকারেরই পড়তে হবে এমন ধারণা ঠিক নয়। আলোতে নামায আদায় করলে আদায় হবে, কোন সমস্যা হবে না।  তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।

সাহু সিজদার সঠিক নিয়মটা কী?

আসসালামু আলাইকুম।  যেসব বিষয় নামাযে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহ্ভ ওয়াজিব।    📌নিয়ম: শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে দু’টি সাজদা করবে এবং পুনরায় শুরু থেকে তাশাহুদ শরীফ পড়ে সালাম ফেরাবে। 🚫বি:দ্র: নামাযের মধ্যকার ফরযসমূহ বাদ পড়লে সাজ্দা-ই সাহ্ভ যথেষ্ট নয়। বরং পুনরায় নামায …

নামাজের জায়গা টা জায়নামাজ দিয়ে পরিষ্কার করা টা কি ঠিক?

আসসালামু আলাইকুম ।  জায়নামাজ মাটিতে রাখার সময় বাতাস লেগে ধুলো উড়ে গেলে সমস্যা নেই,তবে আলাদাভাবে ময়লা স্থান জায়নামা দিয়ে পরিষ্কার করা সম্পূর্ণ অনুচিত। প্রয়োজনে অন্য কোন কাপড় ব্যবহার করবে।কারণ,জায়নামাজ সম্মানিত বস্তু, এতে আল্লাহর ইবাদত করা হয়।  তথ্যসূত্র –মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা। 

ছেলেমেয়ে একসাথে জামায়াতে নামাজ পড়তে গিয়ে যদি জায়গার সংকুলান না হয় তখন মেয়েরা পাশের রুম থেকে শামিল হতে পারবে?? 

আসসালামু আলাইকুম। জামা’আতের বিষয়টিতে অনেকগুলো খন্ড মাস’আলা বুঝতে হবে। ✅ প্রথমত,মেয়েদের জন্য মসজিদে জামাতের চেয়ে ঘরের কোণে নিভৃতে নামাজ আদায় অত্যধিক ফযীলতপূর্ণ।  ✅ দ্বিতীয়ত,বর্তমান পরিস্থিতিতে অনেক ঘরের পুরুষ সদস্যরা মহিলাদেরকে সাথে নিয়েই জামাতে নামাজ আদায় করছেন,সেক্ষেত্রেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে জামাতের মহিমান্বিত ফযীলত প্রত্যাশী থাকবে। ✅ তৃতীয়ত,পুরুষ-মহিলা নির্বিশেষে জামাতে নামাজের সুনির্দিষ্ট …

কেউ যদি ইশার নামাজের সময়ে বিতর নামাজ আদায় করে তাহলে কি  তাকে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আবার বিতর নামাজ আদায় করতে হবে? 

আসসালামু আলাইকুম।   এশার নামাযের সময় যদি বিতর এর নামায আদায় করে ফেলা হয় তাহলে তাহাজ্জুদ এর সময় আর বিতর আদায় করতে হবে না। তবে আমাদের হুযুর পাক (দ) তারাবীর পর তাহাজ্জুদ আদায় করে তারপর বিতর পড়তেন। সুতরাং এভাবে আদায় করা উত্তম।    তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা …

মাইকিং শুনে কি একা তারাবীহ নামাজ আদায় করা যাবে?

আসসালামু আলাইকুম।  মাইকিং শুনে তারাবীর নামায আদায় করলে হবে না কারণ এখানে দূরত্বের ব্যাপারটা থেকে যায়। যদিওবা ৪০ গজের কথা বলা হয় যদি মাঝখানে কোন বাঁধা না থাকে। সেক্ষেত্রে ৪০ গজ দূরেও নামায আদায় করা যাবে না কারণ মাঝখানে যদি কোন বাঁধা না-ই থাকে তাহলে কেন জামায়াত থেকে দূরে দাঁড়াবে? বরাবর জামায়াতের কাতারেই দাঁড়াবে। তথ্যসূত্র …

প্রেগনেন্ট অবস্থায় কি তারাবীহ নামাজ সব গুলা আদায় করতে না পারলে কি কোন সমস্যা হবে??

আসসালামু আলাইকুম।  প্রেগনেন্ট অবস্থায় তারাবির নামায সবগুলো আদায় করতে না পারলে সমস্যা নেই যেহেতু তারাবির নামায সুন্নাতে মোয়াক্কাদাহ্। কিন্তু সম্ভব হলে বসে নামায আদায় করতে পারবেন অথবা মাঝখানে বিরতি নিয়ে নিয়ে আদায় করতে পারেন। তবে পুরোপুরি আদায় করতে পারলে ভালো।  তথ্যসূত্র –মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।