Basic Aspects of Islam (ইসলামের মৌলিক বিষয়াবলি)

নামাজ এর সময় হলে কি নামাজ পড়া যায় নাকি আযান শোনার পর নামাজ পড়তে হয়?

আসসালামু আলাইকুম। নামাজের ওয়াক্ত হয়ে গেলেই নামাজ আদায় করা যাবে, আজান শর্ত নয়। তবে নামাজের সময় না হলে নামাজ পড়া যাবে না। তথ্যসূত্রঃ গাউসিয়া তরবিয়াতী নিসাব। (১৪৫ পৃষ্ঠা)

নামাজের মধ্যে এক সূরা ২ বার পড়লে যেমন জোহরের ৪ রাকাত সুন্নতে যদি সূরা ইখলাছ পড়া হয় আবার যদি ভুলে ফরযে বা ২ রাকাত নফলে সূরা ইখলাছ পড়ে ফেলে তাহলে কি সিজদায়ে সাহু দিতে হবে?নাকি নামাজ হয়ে যাবে?

আসসালামু আলাইকুম। যে সব বিষয় নামাজে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহভ ওয়াজিব। নামাজে ভুলে এক সূরা দুইবার পড়ে ফেললে সাজদা-ই সাহভ ওয়াজিব নয়।  বরং ফরয নামাজে প্রথম দু’রাকাতে এবং নফল, বিতর ও সুন্নাতের প্রতি রাকআতে সূরা ফাতেহার সাথে ছোট একটি সূরা অথবা বড় সূরার ছোট তিন আয়াত …

ফযরের ফরয নামাজে বড় আয়াত/ সূরা পড়তে বলা হয়েছে। এখানে বড় সূরা বলতে কত আয়াতের সূরা? কেউ যদি বড় সূরা না জানে সেক্ষেত্রে সূরা ফাতেহার পর কয়েকটি সূরা পড়া যাবে ?

আসসালামু আলাইকুম। ফরজ নামাজে বড় আয়াত বলতে যে কোন একটি সূরা বা বড় সূরার মোট তিন আয়াত বা তিন আয়াত সমতূল্য এক আয়াত পাঠ করবে।  কিন্তু বড় সূরা না পারলে কয়েকটা সূরা পড়তে হবে ব্যাপারটা এমন নয়।  তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা। গাউসিয়া তারবিয়াতী নেসাব, …

পেটিকোট পরে নামাজ পড়া যাবে কি??

আসসালামু আলাইকুম। নামাজের পূর্বশর্তের একটি হলো সতর ঢাকা। মহিলাদের মুখমণ্ডল, দুহাতের কব্জি ছাড়া সমগ্র শরীর ঢেকে রাখা ফরজ। তাই পেটিকোট পড়া হোক বা অন্য যে কোন পোশাকে যদি সতর ঢাকা থাকে তাহলে নামাজ আদায়ে কোন সমস্যা নেই। তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।  গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃ-১৪৩)

অফিসে হিজাব পড়ে থাকি। ওযু করার সময় নামাজের জন্য হিজাবের উপরে মাথা মাসেহ করা যাবে?

আসসালামু আলাইকুম। হাত ভিজিয়ে মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা ফরজ ৷ পাগড়ী, চাদর, ওড়নার উপর মাথা মাসেহ যথেষ্ট নয়। যদি কাপড় এতটুকু পাতলা হয় যে ভেজা হাত টপকে মাথার চতুর্থাংশ ভিজে যাবে তখন মাসেহ হবে৷    তথ্যসূত্র- বাহারে শরীয়ত। (২য় খন্ড, পৃ-২২) 

কম্বল জায়নামাজের উপর কি নামাজ পড়া যাবে?

 আসসালামু আলাইকুম।  কোন নরম বস্তু যেমন- ঘাস বা কটন ইত্যাদির উপর সিজদা করলো, কপাল যদি এভাবে স্থাপিত হয়,  অর্থ্যাৎ এভাবে চাপে যে আর দাবালে চাপবে না তখন জায়েয হবে। অন্যথায় জায়েয হবে না। কপাল যদি ভালোভাবে না চাপে এবং নাকের শক্ত অংশ যদি না চাপে মাক্বরূহে তাহরীমা, পুনরায় পড়া ওয়াজিব। মোট কথা কপাল, নাক এমনভাবে …

ইস্তেখারা নামাজের নিয়মটা কেমন?

আসসালামু আলাইকুম। যখন কেউ কোন কাজ করার ইচ্ছা করে তখন তার ইস্তিখারাহ করা চাই। এটা যেন আল্লাহর সাথে শলা-পরামর্শ করা। হাদীস শরীফে এর প্রতি তাকীদ দেয়া হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়েছেন- “ইস্তিখারাহ না করা দুর্ভাগ্য ও হতভাগ্যের পরিচয়”।  সুতরাং কোথাও বিয়ে-শাদী,বাগদান বা সফরের ইচ্ছা করলে ইস্তিখারাহ করা চাই। ইন শা আল্লাহ ফলাফল …

নামাজে সূরার তারতীব সম্পর্কে জানাবেন/কিভাবে পড়া উচিত?

আসসালামু আলাইকুম।  ফরয নামাজে ১ম রাকআতে  দ্বিতীয় রাকআতের চাইতে ক্বেরআত দীর্ঘ করে পড়া উত্তম। তবে সুন্নাত ও নফল নামাজে উভয় রাকআতে সমান সমান সূরা পড়া যাবে৷ তবে দ্বিতীয় রাকআতের ক্বেরআত প্রথম রাকআতের চাইতে দীর্ঘ করা মাক্বরূহ৷  নামাজের জন্য সূরা নির্দিষ্ট করে নেয়া, নামাজে সর্বদা একই সূরা পড়া মাক্বরূহ। কিন্তু যেসব সূরার কথা হাদীসে পাকে উল্লেখ …

জুমার দিন মহিলাদের নামাজ জামাত শেষ হবার পর পড়তে হয়?

আসসালামু আলাইকুম। মহিলাদের জন্য উত্তম হচ্ছে ছেলেদের জামায়াত শেষ হওয়ার পর নামাজ আদায় করা। তবে কোন বিশেষ কাজ থাকলে বা অন্য কোন সমস্যা থাকলে আগেও পড়ে নিতে কোন বাঁধা নেই।    তথ্যসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী হুজুর সাহেব।-মুদাররিস, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসা।

সকাল/আসর/মাগরিব এর নামাজের আগে/পরে কি নফল নামাজ পরা জায়েজ?

আসসালামু আলাইকুম। ❌ সুবহে সাদেক্ব থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের দু রাকআত সুন্নাত ব্যতীত অন্য কোন নফল নামাজ পড়া জায়েয নয়।  ❌ আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ। ❌ সূর্য ডোবার পর থেকে মাগরিবের ফরয পড়া পর্যন্ত নফল নামাজ পড়া জায়েয নয়।   তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৪০)