আসসালামু আলাইকুম। যেসব বিষয় নামাযে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহ্ভ ওয়াজিব। 📌নিয়ম: শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে দু’টি সাজদা করবে এবং পুনরায় শুরু থেকে তাশাহুদ শরীফ পড়ে সালাম ফেরাবে। 🚫বি:দ্র: নামাযের মধ্যকার ফরযসমূহ বাদ পড়লে সাজ্দা-ই সাহ্ভ যথেষ্ট নয়। বরং পুনরায় নামায …