আসসালামু আলাইকুম। ✓মহিলা ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে এই ব্যাপারে চার মাযহাবের (হানাফী, মালেকী, শাফেঈ, হাম্বলী) চার ইমামই একমত। এটা নিয়ে কোন এক ইমামেরও দ্বিমত নেই। আমরা যেহেতু হানাফী মাযহাবের অনুসারী সেহেতু আমাদের মাযহাব কী বলে সেই অনুসারে আমল করতে হবে। শুধুমাত্র কোন স্কলারের রেফারেন্সে আমরা একাকী ভিন্নভাবে নামাজ আদায় করতে পারি না। মহিলাদের …


