আমার সকাল থেকে ৩টা পর্যন্ত অফিস করতে হয়, এরপর রাত ৭টা পর্যন্ত টিউশন, পুরো সময়টাই বাসার বাইরে থাকি এবং ইংলিশ টয়লেট ব্যবহার করতে হয়, এই ক্ষেত্রের আমার নামায কি শুধু ওযু করলেই হবে? নাকি গোসল করে পড়তে হবে?

আমার সকাল থেকে ৩টা পর্যন্ত অফিস করতে হয়, এরপর রাত ৭টা পর্যন্ত টিউশন, পুরো সময়টাই বাসার বাইরে থাকি এবং ইংলিশ টয়লেট ব্যবহার করতে হয়, এই ক্ষেত্রের আমার নামায কি শুধু ওযু করলেই হবে? নাকি গোসল করে পড়তে হবে?

আসসালামু আলাইকুম।

নামাযে পবিত্রতার শর্তে বলা হয়েছে এক দিরহামের বেশী পরিমাণ নাপাকী সঙ্গে থাকলে তার নামায হবে না। যদি হাই কমোড পরিষ্কার থাকে তাহলে শুধুমাত্র আপনার শরীরের যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ ধৌত করলেই চলবে। গোসল করার প্রয়োজন নেই। এছাড়া হাই কমোডের বদলে নিচু কমোডের ব্যবস্থা থাকলে তা ব্যবহার করা উচিত। অন্যথায় হাই কমেডের যে অংশটুকু শরীরে স্পর্শ করবে সে অংশটুকু ব্যবহারের আগে পানি দিয়ে,পরিষ্কার করে নেয়া যেতে পারে এবং শরীর ও কাপড় সাবধানে রাখতে হবে যাতে নাপাকি না লাগে। এরপর হাত দিয়ে শরীরের অপবিত্র অংশটুকু ভালেভাবে ধুয়ে অযু করে নিলে হবে।  

তথ্যসূত্র- বাহারে শরীয়ত।(৩য় খন্ড,পৃ-৯৪)

গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃ-১৪২)