নামাজ পড়ার সময় আমার মেয়ে আমার জায়নামাজে উঠে। বসে থাকে, দুষ্টমী করে, আমার কোলে বসে যায়। আমি সিজদা দেওয়ার সময় আমার একটু অসুবিধা হয় ,আমার কপাল বিভিন্ন সময়ে তার পায়ের সাথে লেগে যায়। আমার করণীয় কী?

নামাজ পড়ার সময় আমার মেয়ে আমার জায়নামাজে উঠে। বসে থাকে, দুষ্টমী করে, আমার কোলে বসে যায়। আমি সিজদা দেওয়ার সময় আমার একটু অসুবিধা হয় ,আমার কপাল বিভিন্ন সময়ে তার পায়ের সাথে লেগে যায়। আমার করণীয় কী?

আসসালামু আলাইকুম।

নামাযরত অবস্থায় জায়নামাজ থেকে, সামনে থেকে বা পিঠ থেকে বাচ্চাকে – “দুই হাত” দিয়ে সরিয়ে দিলে নামায ভঙ্গ হয়ে যাবে।  কারণ নামাযরত অবস্থায় এমন কিছু করা যা দূর থেকে দেখলে মনে হয় যে ব্যক্তিটি নামায পড়ছে না, এ ধরণের কাজকে ‘আমলে কাসীর’ বলে এবং ‘আমলে কাসীর’ অর্থ্যাৎ এ ধরণের কিছু করলে নামায ভঙ্গ হয়ে যায়৷ তবে এক্ষেত্রে ‘আমলে ক্বলীল’ করা যাবে। অর্থ্যাৎ যে কাজটা করলে দূর থেকে দেখলে মনে হয় যে নামাযের মধ্যে আছে সেটাকে ‘আমলে ক্বলীল’ বলে। সুতরাং, বাচ্চাকে এক হাত দিয়ে কোন প্রকারে সরিয়ে দিতে হবে যাতে বাচ্চাও কষ্ট না পায় এবং নামাযও ভঙ্গ না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তথ্যসূত্র- যুগ জিজ্ঞাসা।-[মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, প্রকাশনায়ঃ আন্জুমান এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট,(পৃ-১৪৩)।]

গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৭১)