নামাযের দ্বিতীয় বৈঠকে যদি আত্তাহিয়াতু পড়ার পর ভুল বসতো দরূদে ইব্রাহিম পড়ে ফেলে তাহলে করণীয় কী?

নামাযের দ্বিতীয় বৈঠকে যদি আত্তাহিয়াতু পড়ার পর ভুল বসতো দরূদে ইব্রাহিম পড়ে ফেলে তাহলে করণীয় কী?

আসসালামু আলাইকুম

নামাজের বৈঠকে যদি পূর্ণ তাশাহ্হুদ পড়ার পর তৃতীয় রাকআতের জন্য না দাঁড়িয়ে ভুলবশতঃ দরূদে ইব্রাহিম বা “আল্লা-হুম্মা সাল্লে ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ” পর্যন্ত পড়ে নেয়, তাহলে সাজদা-ই সাহভ ওয়াজিব। অর্থ্যাৎ স্মরণ হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং নামাজ পূর্ণ করে নেবে। নামাজের শেষ বৈঠকে সাজদা-ই সাহভ করবে।

🔹নিয়ম: শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে নামাযের সাজদার মতো দু’টি সাজদা করবে এবং প্রত্যেক সাজদায় কমপক্ষে তিনবার তাসবীহ পড়তে হবে। তারপর বসে পুনরায় শুরু থেকে তাশাহুদ শরীফ, দরূদে ইবরাহীম, দোয়ায়ে মাসূরা পড়ে যথারীতি সালাম ফেরাবে।

তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬২)