ওযুর পানি নিয়ে নামায পড়লে বা জায়নামাজে ওযুর পানি পড়লে কি গুনাহগার হবে?
আসসালামু আলাইকুম।
অযু করার সময় যে পানিটুকু শরীরের অঙ্গ থেকে গড়িয়ে পরে সে পানি নয়, বরং অযু করা শেষ হবার পর শরীরের অঙ্গ-প্রতঙ্গে যে পানিটুকু অবশিষ্ট থাকে তার ব্যাপারে বলা হয়েছে- “অযুর অঙ্গ-প্রত্যঙ্গ বিনা প্রয়োজনে মুছবে না।মুছে নিলে অপ্রয়োজনে শুকাবে না। নিম পরিমাণ বাকী রাখবে, কিয়ামতের দিবসে নেকীর পাল্লায় তা রাখা হবে। এবং হাত ঝাড়বে না, তা শয়তানের পাখা বিশেষ।”
সুতরাং অযুর পানি নিয়ে নামাজ পড়লে গুণাহ হবে না, বরং উত্তম।
তথ্যসূত্র- বাহারে শরীয়ত।(২য় খন্ড,পৃ-৫১)


