ফযরের ফরয নামাজে বড় আয়াত/ সূরা পড়তে বলা হয়েছে। এখানে বড় সূরা বলতে কত আয়াতের সূরা? কেউ যদি বড় সূরা না জানে সেক্ষেত্রে সূরা ফাতেহার পর কয়েকটি সূরা পড়া যাবে ?
আসসালামু আলাইকুম।
ফরজ নামাজে বড় আয়াত বলতে যে কোন একটি সূরা বা বড় সূরার মোট তিন আয়াত বা তিন আয়াত সমতূল্য এক আয়াত পাঠ করবে। কিন্তু বড় সূরা না পারলে কয়েকটা সূরা পড়তে হবে ব্যাপারটা এমন নয়।
তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।
গাউসিয়া তারবিয়াতী নেসাব, (পৃষ্ঠাঃ ১৫৭)


