পেটিকোট পরে নামাজ পড়া যাবে কি??

পেটিকোট পরে নামাজ পড়া যাবে কি??

আসসালামু আলাইকুম।

নামাজের পূর্বশর্তের একটি হলো সতর ঢাকা। মহিলাদের মুখমণ্ডল, দুহাতের কব্জি ছাড়া সমগ্র শরীর ঢেকে রাখা ফরজ। তাই পেটিকোট পড়া হোক বা অন্য যে কোন পোশাকে যদি সতর ঢাকা থাকে তাহলে নামাজ আদায়ে কোন সমস্যা নেই।

তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা। 

গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃ-১৪৩)