কম্বল জায়নামাজের উপর কি নামাজ পড়া যাবে?

কম্বল জায়নামাজের উপর কি নামাজ পড়া যাবে?

 আসসালামু আলাইকুম। 

কোন নরম বস্তু যেমন- ঘাস বা কটন ইত্যাদির উপর সিজদা করলো, কপাল যদি এভাবে স্থাপিত হয়,  অর্থ্যাৎ এভাবে চাপে যে আর দাবালে চাপবে না তখন জায়েয হবে। অন্যথায় জায়েয হবে না। কপাল যদি ভালোভাবে না চাপে এবং নাকের শক্ত অংশ যদি না চাপে মাক্বরূহে তাহরীমা, পুনরায় পড়া ওয়াজিব। মোট কথা কপাল, নাক এমনভাবে চেপে স্থাপিত করতে হবে যাতে দাবালে আর চাপা যাবে না। 

 

তথ্যসূত্র- বাহারে শরীয়ত। (৩য় খন্ড,পৃ-১৭২)