সাদা স্রাব বের হলে কি অজু ভেঙ্গে যায়, ওটা যদি প্যান্ট লেগে থাকে তাহলে ঐ প্যান্ট নিয়ে কি নামাজ পরলে নামাজ হবে না?
আসসালামু আলাইকুম।
লিকুরিয়া বা সাদা স্রাব মহিলাদের বিশেষ একটা সমস্যা।যা নির্গত হওয়ার স্থান হলো,যৌনাঙ্গ বা হায়েজের পথ। যা প্রস্রাবের রাস্তা নয়। এই কারণে সাদা স্রাব হলে অযু ভাঙবে না। তবে উত্তেজনাবশত সাদা স্রাব বের হলে অযু ভাঙবে। আপনি নামাজ, কুরআন তেলাওয়াত সবই করতে পারবেন।
কিন্তু সালোয়ার ধৌত করা বা পাল্টিয়ে ফেলা জরুরি নয় তবে উত্তম।
তথ্যসূত্র: বাহারে শরীয়ত। (২য় খণ্ড, পৃ-৯৮)