একটা আপু বলতেছে চাশতের নামাজ নাকি সকাল ১০টা থেকে ১১টার মধ্য পড়তে হয়। সকাল ৮-৯ চাশতের নামাজ পড়লে কি নামাজ আদায় হবে না???
আসসালামু আলাইকুম।
চাশতের নামাজ মূলত পড়া হয় মধ্যাহ্ণের আগে অর্থ্যাৎ সূর্য ঠিক মাথার উপর আসার আগে। সেক্ষেত্রে বর্তমান সময় অনুযায়ী ১১:০০ টা পর্যন্ত এর সময় থাকে। কিন্তু ৮ টা বা ৯ টায় পড়লে আদায় হবে না এমনটি নয়। কারণ ইশরাকের নামাজের পর থেকেই চাশতের নামাজ পড়া যায়।
তথ্যসূত্র – গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ- ১৮৩)
মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।