সালাতুত তাসবীহ নামাজে যে তাসবীহ পড়া হয়,ওটা যদি ভুলে বেশি/কম পড়া হয়,সাহু সেজদাহ দেয়া যাবে?
আসসালামু আলাইকুম।
সালাতুত তাসবীহ নামাজে যে তাসবীহ পড়া হয়, তা ভুলে কম বেশি পড়া হলে নামাজ আদায় হয়ে যাবে, সাহু সেজদা দিতে হবে না।
তথ্যসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।