শবে কদর এর নিয়তের শেষে কি লাইলাতুল কদর নফল মোতোয়াজজিহান বলতে হবে? ‘নফল’ শব্দটা কি বলতে হবে?
আসসালামু আলাইকুম আপু।
শবে কদরের নিয়তের শেষে “নফল” মুতাওয়াজ্জিহান বলতে হবে না। নিয়ত টা হবে এরকম,
“নাওয়াইতুয়ান উছল্লিয়া লিল্লাহি তা’আলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদর, মুতাওয়াজ্জিহান ইলা- জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লহু আকবর।”
↪️তাহাজ্জুদ নামাজের নিয়ত সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা বলা বললে ভালো। কারণ,
তাহাজ্জুদ নামাজ নফল নামাজ হলেও যেহেতু রাসূলে পাক সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম নিয়মিত এটি আদায় করতেন এবং তাঁর জন্য আবশ্যক ছিল বিধায় এটি আমরা সুন্নাত হিসেবে পালন করে থাকি।অতএব সুন্নাতে রাসূলিল্লাহ বলা উচিৎ।
বর্তমানে একদল নতুন মুফতিয়া তাহাজ্জুদ নামাজ নফল নাকি সুন্নত অযথাই এ বিতর্ক সৃষ্টি করছেন। আমরা সেসব শুনবনা এবং জেনে রাখবেন, তাহাজ্জুদ নফল নামাজ তবে আমার রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল হওয়াতে আমরা এটাকে সুন্নতে রাসুল দঃ হিসেবেই পালন করে যাব,ইনশাআল্লাহ।
তথ্যসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।