তাহাজুদের নামাজ ২ রাকাত নিয়্যত করে সানা পড়ে বিসমিল্লাহ্ পড়ে সুরা ফাতিহা পড়ে সুরা ইখলাস তিন বার পড়লে নাকি তিন ও বিসমিল্লাহ সহ পড়তে হবে?
আসসালামু আলাইকুম।
🔵 সূরা ফাতিহার পর অন্য সূরা শুরু করার আগে একবার বিসমিল্লাহ পড়বেন, তিনবার বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই।
তথ্যসূত্রঃ মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।