নামাজের জায়গা টা জায়নামাজ দিয়ে পরিষ্কার করা টা কি ঠিক?

নামাজের জায়গা টা জায়নামাজ দিয়ে পরিষ্কার করা টা কি ঠিক?

আসসালামু আলাইকুম । 

জায়নামাজ মাটিতে রাখার সময় বাতাস লেগে ধুলো উড়ে গেলে সমস্যা নেই,তবে আলাদাভাবে ময়লা স্থান জায়নামা দিয়ে পরিষ্কার করা সম্পূর্ণ অনুচিত। প্রয়োজনে অন্য কোন কাপড় ব্যবহার করবে।কারণ,জায়নামাজ সম্মানিত বস্তু, এতে আল্লাহর ইবাদত করা হয়। 

তথ্যসূত্র –মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।