প্রেগনেন্ট অবস্থায় কি তারাবীহ নামাজ সব গুলা আদায় করতে না পারলে কি কোন সমস্যা হবে??
আসসালামু আলাইকুম।
প্রেগনেন্ট অবস্থায় তারাবির নামায সবগুলো আদায় করতে না পারলে সমস্যা নেই যেহেতু তারাবির নামায সুন্নাতে মোয়াক্কাদাহ্। কিন্তু সম্ভব হলে বসে নামায আদায় করতে পারবেন অথবা মাঝখানে বিরতি নিয়ে নিয়ে আদায় করতে পারেন। তবে পুরোপুরি আদায় করতে পারলে ভালো।
তথ্যসূত্র –মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।