কেউ যদি ফরজ নামাজ দাড়িয়ে পড়ে আর সুন্নাত ও নফল নামাজ বসে পড়ে তাহলে কি শরিয়ত সম্মত কোন সমস্যা হবে?
আসসালামু আলাইকুম।
সমস্ত ফরয নামায, বিতর এবং ফযরের সুন্নাতে দাঁড়ানো ফরয। যদি বিনা কারণে এসব নামায বসে পড়া হয়, তাহলে নামায আদায় হবে না। নফল নামায বসে পড়লেও আদায় হয়ে যাবে তবে সওয়াব অর্ধেক পাবে। পবিত্র হাদীস শরীফে এসেছে, “বসা অবস্থায় নফল আদায়কারীর নামায, দাঁড়িয়ে নফল আদায়কারীর অর্ধেক।” বিনা কারণে বা সামান্য কারণে বসে নামায পড়া অনুচিত।
তথ্যসূত্র-গাউসিয়া তারবিয়াতী নেসাব (পৃ-১৯৩); বাহারে শরীয়ত (৪র্থ খন্ড, পৃ-৩০)