দ্বোহার নামাজের টাইম কয়টা থেকে শুরু হয়? কেউ যদি ইশরাকের নামাজ ৬ টায় পড়ি, এর পর দ্বোহার নামাজ ও পরে ফেলা যাবে কিনা?

দ্বোহার নামাজের টাইম কয়টা থেকে শুরু হয়? কেউ যদি ইশরাকের নামাজ ৬ টায় পড়ি, এর পর দ্বোহার নামাজ ও পরে ফেলা যাবে কিনা?

আসসালামু আলাইকুম।

দ্বোহার নামাযকে ‘চাশতের নামায’ও বলা হয়ে থাকে। ইশরাকের নামাজের পর হতেই চাশতের নামাযের ওয়াক্ত শুরু হয়ে দ্বিপ্রহরের আগ পর্যন্ত থাকে।

যেহেতু এর সময় দ্বিপ্রহরের আগ পর্যন্ত থাকে, তাই আপনি দ্বিপ্রহরের আগে যেকোনো সময়ই এ নামায আদায় করতে পারবেন।

 

↪️ তথ্যসূত্রঃ গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃষ্ঠাঃ ১৮৩)