হাজ্জুদ নামাজ কি সুন্নত নাকি নফল?
আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
তাহাজ্জুদ নামাজ হচ্ছে ‘সুন্নাতে মুস্তাহাব্বা’। অর্থ্যাৎ ‘সুন্নাতে মুস্তাহাব্বা’ হলো এমন কিছু নফল ইবাদত যা রাসূলে পাক (ﷺ) নিয়মিত আদায় করতেন। তাহাজ্জুদ সালাত নফল ইবাদত হলেও হাদীস শরীফ দ্বারা প্রমাণিত যে রাসূলে পাক (ﷺ) নিয়মিত আদায় করতেন । তাই তাহাজ্জুদ সালাতকে আমরা সুন্নাত বা সুন্নাতে রাসূলুল্লাহ বলে থাকি। তবে সুন্নাত বললেও আদায় হবে নফল হিসেবেই।
তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।