হাই-কমোড ব্যবহার করলে নামাজ হবে নাকি??
আসসালামু আলাইকুম।
নামাজ পূর্বশর্তসমূহের একটি হলো শরীর পাক। ওযূর প্রয়োজন হলে ওযূ করতে হবে। গোসলের প্রয়োজন হলে গোসল সেরে নিতে হবে। হাই কমোড ব্যবহার করার ফলে যদি শরীরে নাপাকী না লাগে তাহলে কোন সমস্যা নেই। আর যদি সন্দেহ হয় তাহলে শরীরের ওই অংশটুকু বা কোমরের নিচ থেকে পানি দ্বারা ধৌত করে পবিত্রতা অর্জন করে নেয়া উত্তম।
তথ্যসূত্র-গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৪২)