সালাতুত তাসবীহর নামাজ অনেক মহিলা পারেনা,দোয়াটাও শিখতে পারেনা। তারা কি জামাতে হলেও জীবনে একবার পড়ে নিতে পারবে?
আসসালামু আলাইকুম।
সালাতুত তাসবীহর নামাজ যেহেতু জীবনে একবার হলেও আদায় করার কথা বলা হয়েছে এবং নফল পর্যায়ের নামায সেহেতু এটার বেলায় জামায়াতে আদায় করার হুকুম পরবে না বরং যেসব মহিলারা পারেনা বা দোয়াটাও শিখতে পারেনা তাদের উচিত নিয়ম-কানুন ও দোয়া শিখে নিয়ে নিজেদের সুবিধা মত একবার হলেও আদায় করা।।
.
তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।