সহিহ ভাবে মেয়েদের নামাজ পড়ার নিয়মটা বললে উপকৃত হব।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য।
মহিলাদের নামাযের নিয়ম আপনাদের জন্য আপাতত সংক্ষিপ্তাকারে নিম্নে দেয়া হলো। পরবর্তীতে ইন শা আল্লাহ বিস্তারিত বর্ণনা এবং আপনারা যেভাবে দেখতে চাচ্ছেন, সবাই যাতে বুঝতে পারে সেভাবে দেয়া হবে।।
✅ মহিলাদের নামায পড়ার নিয়ম
ওযূ সহকারে ক্বেবলামুখী হয়ে দুই পা মিলিয়ে দাঁড়াবে (শারীরিক গঠনের জন্য দুই পা মিলিয়ে দাঁড়াতে না পারলে সামান্য ফাঁক করে দাঁড়ানো যাবে)। তাকবীরে তাহরীমার সময় আস্তিন বা চাদর থেকে হাত বের না করে কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে তাকবীরে তাহরীমা বলবে এবং বাম হাতের তালু বুকের উপরে এবং ডান হাতের তালু বাম হাতের উপর রাখবে (দৃষ্টি থাকবে সাজদার স্থানে)। রুকুতে সামান্য ঝুঁকবে অর্থ্যাৎ এতটুকু ঝুঁকবে যে হাটুর উপর হাত রাখবে এবং হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখবে আর পিঠ ও পা একটু ঝুঁকে রাখবে, পুরুষদের মত বেশী সোজা করবে না (দৃষ্টি থাকবে পায়ের উপর)। সাজদায় রানের সাথে পেট, বগলের সাথে বাহু একত্রে এবং কনুই যমীনে মিলিয়ে রাখবে এবং দুই পা ডানে বিছিয়ে রাখবে (দৃষ্টি নাকের দিকে)। বৈঠকের সময় দুই পা ডান দিকে বের করে দেবে এবং বাম পাছার উপর বসবে আর উভয় হাত রানের উপর রাখবে (দৃষ্টি কোলের উপর) । পূর্ণ নামাজের সূরা ক্বির’আতে তাকবীর, সানা, তাসবীহ, দো’আ, দরূদ ইত্যাদি সর্বদা চুপে চুপে পড়বে।
তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬০)